প্রাইমারি শিক্ষক নিয়োগ মডেল টেস্ট - ৮ সময়ঃ ৬০ মিনিট মোট প্রশ্নঃ ৭৫ টি পূর্ণমানঃ ৭৫ সময় শেষ। 1 / 75 ১। x + y = 17 এবং xy = 60 হলে, x - y = কত? ক) 7 খ) 8 গ) 9 ঘ) 10 2 / 75 ২। একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৫, ৭, ও ৮ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? ক) ১৮.৩২ খ) ১৭.৩২ গ) ১৫.৬৯ ঘ) ১৪.৬৯ 3 / 75 ৩। ‘বিদিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) অজ্ঞাত খ) বিদীর্ণ গ) গৃহীত ঘ) বিসর্জন 4 / 75 ৪। এপিকালচার (Apiculture) বলতে কি বুঝায়? ক) মৎস্য চাষ খ) রেশম চাষ গ) মৌমাছি পালন ঘ) পাখি পালন বিদ্যা 5 / 75 ৫। I asked him if he _____ his lessons. ক) has prepared খ) had prepared গ) is preparing ঘ) has been preparing 6 / 75 ৬। ১.১ x ০.১১ x ০.০১১ = কত? ক) ১.৩৩১ খ) ০.১৩৩১ গ) ০.০০১৩৩১ ঘ) ০.০০১৩১ 7 / 75 ৭। বস্তু বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে বলে- ক) ইলেকট্রন খ) প্রোটন গ) অনু ঘ) পরমাণু 8 / 75 ৮। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমানা বিদ্যমান? ক) আসাম খ) ত্রিপুরা গ) পশ্চিমবঙ্গ ঘ) মিজোরাম 9 / 75 ৯। The boy said, “Let me have a pen.” বাক্যটির Indirect speech হবে- ক) The boy said that he might have a pen খ) The boy told that he would have a pen গ) The boy told that he should have a pen ঘ) The boy said that he must have a pen 10 / 75 ১০। ক ও খ -এর বেতনের অনুপাত ৭ : ৫ । ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ- এর বেতন কত? ক) ৯০০ টাকা খ) ১০০০ টাকা গ) ১১০০ টাকা ঘ) ১৬০০ টাকা 11 / 75 ১১। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুগল কে ছিলেন? ক) ইসলাম খান খ) শায়েস্তা খান গ) মীর জুমলা ঘ) ইব্রাহিম খান 12 / 75 ১২। নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয়, তবে খুচরা মুল্য কত? ক) ১২০ খ) ১৪৪ গ) ২৮৮ ঘ) ৩০০ 13 / 75 ১৩। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি? ক) অ খ) আ গ) ও ঘ) এ 14 / 75 ১৪। কিছু সংখ্যক লোক একটি কাজ ৩০ দিনে শেষ করতে পারে। যদি ৫ জন অতিরিক্ত লোক নিযুক্ত হত, তবে কাজটি ১০ দিন আগে শেষ হত। শুরুতে কতজন লোক নিযুক্ত হয়েছিল? ক) ১০ জন খ) ১৫ জন গ) ২০ জন ঘ) ২৫ জন 15 / 75 ১৫। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনির সমষ্টিকে বলে- ক) বর্ণ খ) বাক্য গ) শব্দ ঘ) ভাষা 16 / 75 ১৬। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? ক) সৈয়দ নজরুল ইসলাম খ) তাজউদ্দীন আহমদ গ) এ. এইচ. এম. কামরুজ্জামান ঘ) এম. মনসুর আলী 17 / 75 ১৭। ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন? ক) শাহ সুজা খ) শায়েস্তা খান গ) সুবেদার ইসলাম খান ঘ) মীর জুমলা 18 / 75 ১৮। Who wrote “Biographia Literaria”? ক) P.B Shelley খ) Lord Byron গ) S.T. Coleridge ঘ) Charles Lamb 19 / 75 ১৯। ‘প্রবোধকুমার’ কোন সাহিত্যিকের প্রকৃত নাম? ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায় গ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ঘ) বুদ্ধদেব বসু 20 / 75 ২০। He is a very difficult person, he does not get ____ anyone. ক) on with খ) in with গ) up with ঘ) out with 21 / 75 ২১। ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ক) ৪৫% খ) ৪৮.৫০% গ) ৫২.৭৫% ঘ) ৫৬.২৫% 22 / 75 ২২। কোন বাক্যটি শুদ্ধ? ক) I hanged my shirt on the wall খ) One must to his duty গ) I saw him playing football ঘ) He has no appetite in food 23 / 75 ২৩। Choose the correct spelling- ক) Chrysanthemam খ) Chrysanthemum গ) Khrysanthemum ঘ) Chrysenthimum 24 / 75 ২৪। লোহিত সাগর যে দুটি মহাদেশকে পৃথক করেছে? ক) ইউরোপ ও আফ্রিকা খ) এশিয়া ও ইউরোপ গ) এশিয়া ও আফ্রিকা ঘ) এশিয়া ও অস্ট্রেলিয়া 25 / 75 ২৫। Select the antonym of the word ‘captivity’- ক) opposition খ) oppress গ) confined ঘ) freedom 26 / 75 ২৬। বাংলাদেশের প্রথম সামরিক আইন কে জারি করেন? ক) জিয়াউর রহমান খ) খন্দকার মোস্তাক আহমেদ গ) আবু সাঈদ ঘ) মুহম্মদুল্লাহ 27 / 75 ২৭। ‘সিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) বস্ত্র খ) শীত গ) শুক্ল ঘ) অদবধকার 28 / 75 ২৮। 3x + y = 9 এবং 5x - y = 7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে- ক) 1, 6 খ) 2, 3 গ) 3, -2 ঘ) 4, -3 29 / 75 ২৯। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ক) UNICEF খ) UNDP গ) UNEP ঘ) UNESCO 30 / 75 ৩০। রক্তের উপাদান নয় কোনটি? ক) হিমোগ্লোবিন খ) RBC গ) HCL ঘ) WBC 31 / 75 ৩১। ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? ক) ৬১ খ) ৬৯ গ) ৭১ ঘ) ৭৩ 32 / 75 ৩২। ‘নিরপেক্ষ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) নিঃ+অপেক্ষ খ) নিঃ+পেক্ষ গ) নির+পেক্ষ ঘ) নীর+পেক্ষ 33 / 75 ৩৩। বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? ক) ১০ টাকা খ) ১১ টাকা গ) ১১.৫ টাকা ঘ) ১২ টাকা 34 / 75 ৩৪। বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গগুলো ব্যবহৃত হয়? ক) অপ, অনা খ) উপ, বর গ) দর, উৎ ঘ) নিম, ভর 35 / 75 ৩৫। What kind of noun is ‘man’? ক) proper খ) collective গ) common ঘ) material 36 / 75 ৩৬। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮ ও ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত? ক) ৪০ খ) ৪৪ গ) ৬০ ঘ) ৫৪ 37 / 75 ৩৭। a2 - 5a - 6 এর উৎপাদকসমূহ কোনটি? ক) (a - 3) (a + 2) খ) (a - 6) (a + 1) গ) (a + 6) (a - 1) ঘ) (a + 3) (a - 2) 38 / 75 ৩৮। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে, এর গভীরতা কত মিটার? ক) ৬ মিটার খ) ৭৫ মিটার গ) ২.৫ মিটার ঘ) ১.৫ মিটার 39 / 75 ৩৯। ‘নীলিমা’ শব্দটির গঠিত হয়েছে- ক) সন্ধি যোগে খ) সমাস যোগে গ) প্রত্যয় যোগে ঘ) উপসর্গ যোগে 40 / 75 ৪০। ১৬০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে ১৯০ মিটার একটি ট্রেনের ২০ সেকেন্ড সময় লাগলে ঐ ট্রেনটির ঘণ্টায় গতিবেগ কত ছিল? ক) ৬০ কি.মি. খ) ৬২ কি.মি. গ) ৬৩ কি.মি. ঘ) ৬৫ কি.মি. 41 / 75 ৪১। সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়? ক) ঢাকা খ) নয়াদিল্লী গ) কুয়ালালামপুর ঘ) ম্যানিলা 42 / 75 ৪২। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ক) ১৯০৩ সালে খ) ১৯০৪ সালে গ) ১৯০৫ সালে ঘ) ১৯০৬ সালে 43 / 75 ৪৩। ‘চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।’ এর ইংরেজি হবে- ক) Birds of a feather flock together খ) Run with the hare and hunt with the bounds গ) The Devil won’t listen to ঘ) None of these 44 / 75 ৪৪। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? ক) মুজিবনগর, মেহেরপুর খ) কালুরঘাট, চট্টগ্রাম গ) নাটোর, রাজশাহী ঘ) শ্রীমঙ্গল, মৌলভীবাজার 45 / 75 ৪৫। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ কার লেখা? ক) আবুল হোসেন খ) আবুল মনসুর আহমদ গ) এস. ওয়াজেদ আলী ঘ) আবুল হুসেন 46 / 75 ৪৬। The masculine gender of the ‘Spinster’ is ক) unattached খ) single গ) free ঘ) bachelor 47 / 75 ৪৭। Does anybody know the solution ____ this problem? ক) of খ) on গ) to ঘ) for 48 / 75 ৪৮। The word ‘Orthodox’ means- ক) liberal খ) conservative গ) fashionable ঘ) modern 49 / 75 ৪৯। কোন গুলো দেশি শব্দ? ক) টেবিল, চেয়ার খ) চাল, চুলা গ) চা, চিনি ঘ) চন্দ্র, পৃথিবী 50 / 75 ৫০। ‘Fire burnt the ship.’ Make it passive- ক) The ship was burnt by fire খ) The ship was burnt গ) The ship was burnt to fire ঘ) The ship was burnt with fire 51 / 75 ৫১। Choose the comparative form of the sentence: ‘He is as clever as a fox’. ক) A fox is cleverer than him খ) He is cleverer than a fox গ) A fox is not cleverer than him ঘ) A fox is not as clever as him 52 / 75 ৫২। ‘বজ্রে তোমার বাজে বাঁশি’। কোন কারকে কোন বিভক্তি? ক) অধিকরণে ৭মী খ) অপাদানে ৭মী গ) কর্তায় শূন্য ঘ) করণে ৭মী 53 / 75 ৫৩। নিচের কোনটি শুদ্ধ বানান? ক) অগ্নিবীণা খ) অগ্নীবীনা গ) অগ্নীবিণা ঘ) অগ্নিবিণা 54 / 75 ৫৪। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলী কে বলা হয়- ক) সফটওয়্যার খ) অপারেটিং সিস্টেম গ) প্রোগ্রাম ঘ) হার্ডওয়্যার 55 / 75 ৫৫। ‘ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ক) আহসান হাবিব খ) শামসুর রাহমান গ) ফররুখ আহমদ ঘ)সুকান্ত ভট্টাচার্য 56 / 75 ৫৬। ‘Life is a walking shadow.’ Here the word 'walking' is a/an- ক) Noun খ) adjective গ) verb ঘ) adverb 57 / 75 ৫৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করেছিল কোন দেশ? ক) জাপান খ) জার্মানি গ) রাশিয়া ঘ) ইতালি 58 / 75 ৫৮। IMEI - এর পূর্ণরূপ কি? ক) International Mobile Equipment Identity খ) Internal Mobile Equipment Identity গ) Identity of Mobile Equipment Inquiry ঘ) Interior Mobile Equipment Identity 59 / 75 ৫৯। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? ক) মুক্তি খ) হেনা গ) বাউণ্ডেলের আত্মকাহিনী ঘ) বিদ্রোহী 60 / 75 ৬০। ‘শোনা কথায় বিশ্বাস করিও না’ এর ইংরেজি হল- ক) Do not believe in listening খ) Do not believe in hearing গ) Do not believe in hearken ঘ) Do not believe in hearsay 61 / 75 ৬১। কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়? ক) অন্তরিক্ষ খ) জলদ গ) জীমূত ঘ) বারিদ 62 / 75 ৬২। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত? ক) ৭০ খ) ৮০ গ) ৯০ ঘ) ১০০ 63 / 75 ৬৩। What is the adjective of the word ‘Variance’? ক) vary খ) variably গ) variable ঘ) variety 64 / 75 ৬৪। ‘সবিনয়’ শব্দটি কোন সমাস? ক) অব্যয় ভাব খ) বহুব্রীহি গ) কর্মধারয় ঘ) দ্বিগু 65 / 75 ৬৫। ৯, ৩৬, ৮১, ১৪৪ . . . . . ধারাটির পরবর্তী সংখ্যা কত? ক) ১৬৯ খ) ২২৫ গ) ২৫৬ ঘ) ২৭২ 66 / 75 ৬৬। বৃত্তের কেন্দ্র হতে পরিধি (সীমানা) পর্যন্ত দূরত্বকে বলা হয়? ক) ব্যাস খ) ব্যাসার্ধ গ) জ্যা ঘ) স্পর্শক 67 / 75 ৬৭। ‘কচু বনের কালাচাঁদ’ বাগধারাটির অর্থ- ক) নির্বোধ খ) ধূর্ত ব্যক্তি গ) অপদার্থ ঘ) চাটুকার 68 / 75 ৬৮। The synonym of ‘Arduous’ is- ক) hazardous খ) difficult গ) different ঘ) pleasurable 69 / 75 ৬৯। ২০ ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? ক) ৫ খ) ৬ গ) ৮ ঘ) ১০ 70 / 75 ৭০। ‘Postage’ শব্দটির পারিভাষিক শব্দ কোনটি ক) দরখাস্ত খ) ডাকমাশুল গ) ডাকহরকরা ঘ) ডাকসংক্রান্ত 71 / 75 ৭১। Which is known as Shakespeare’s swansong? ক) Hamlet খ) Macbeth গ) The tempest ঘ) Twelfth Night 72 / 75 ৭২। ‘খেয়া পার করে যে’ এর এক কথায় প্রকাশক কোনটি? ক) মাঝি খ) পাটনী গ) ঘাটাল ঘ) কর্ণধার 73 / 75 ৭৩। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় সমান ও পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত। এটি কোন ধরনের চতুর্ভুজ হবে? ক) বর্গক্ষেত্র খ) আয়তক্ষেত্র গ) সামান্তরিক ঘ) ট্রাপিজিয়াম 74 / 75 ৭৪। The phrase ‘at one go’ means- ক) at the time of the departure খ) at one attempt গ) at once ঘ) simultaneously 75 / 75 ৭৫। ‘নির্জনতম কবি’ বলে পরিচিত- ক) বিষ্ণু দে খ) বুদ্ধদেব বসু গ) অমিয় চক্রবর্তী ঘ) জীবনানন্দ দাশ 0% Restart quiz Exit