প্রাইমারি শিক্ষক নিয়োগ মডেল টেস্ট - ৭ সময়ঃ ৬০ মিনিট মোট প্রশ্নঃ ৭৫ টি পূর্ণমানঃ ৭৫ সময় শেষ। 1 / 75 ১। Choose the correct sentence- ক) He asked had we taken our food খ) He asked if we had taken our food গ) He asked if we took our food ঘ) He asked if we taken our food 2 / 75 ২। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) অর্থতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) ধ্বনিতত্ত্ব 3 / 75 ৩। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়? ক) অ এবং ই খ) এ এবং ই গ) অ এবং ঈ ঘ) উ এবং ই 4 / 75 ৪। ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? ক) ফারসি খ) আরবি গ) বাংলা ঘ) তুর্কি 5 / 75 ৫। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর ‘গ্রেট বেরিয়ার রিফ’ কোথায় অবস্থিত? ক) প্রশান্ত মহাসাগরে খ) আটলান্টিক মহাসাগরে গ) পারস্য মহাসাগরে ঘ) ভারত মহাসাগরে 6 / 75 ৬। ‘যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক) অপাদানে ষষ্ঠী খ) কর্মে ষষ্ঠী গ) অপাদানে সপ্তমী ঘ) করণে শূন্য 7 / 75 ৭। ‘পোকা-মাকড়’ কোন সমাসযোগে গঠিত শব্দ? ক) দ্বন্দ্ব সমাস খ) দ্বিগু সমাস গ) কর্মধারয় ঘ) অব্যয়ীভাব 8 / 75 ৮। পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? ক) স্বরাগম খ) বিপ্রকর্ষ গ) অভিশ্রুতি ঘ) অপিনিহিতি 9 / 75 ৯। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? ক) লর্ড কার্জন খ) লর্ড বেন্টিঙ্ক গ) লর্ড ওয়াভেল ঘ) লর্ড মাউন্টব্যাটেন 10 / 75 ১০। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? ক) বিধ্বস্ত নীলিমা খ) সোনালী কাবিন গ) রাজা যায় রাজা আসে ঘ) শীতে বসন্তে 11 / 75 ১১। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? ক) চট্টগ্রাম খ) ময়মনসিংহ গ) সিলেট ঘ) কক্সবাজার 12 / 75 ১২। a + b = 7 এবং ab = 10 হলে, a2 + b2 + 3ab = কত? ক) 29 খ) 49 গ) 59 ঘ) 69 13 / 75 ১৩। The translation 'Who had many acquaintances.' is- ক) যার অনেক বন্ধু ছিল। খ) যার অনেক আত্মীয় ছিল। গ) যিনি অনেক পরিচিত ছিলেন। ঘ) যার অনেক পরিচিত লোকজন ছিল। 14 / 75 ১৪। Choose the correct spelling- ক) misellaneous খ) miscelaneous গ) miscellaneous ঘ) micellaneous 15 / 75 ১৫। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? ক) ২৭তম খ) ২৮তম গ) ২৯তম ঘ) ৩০তম 16 / 75 ১৬। ‘বিচ্ছেদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বিঃ+ছেদ খ) বিৎ+ছেদ গ) বি+ছেদ ঘ) বিচ+ছেদ 17 / 75 ১৭। মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ক) ৮নং খ) ১১ নং গ) ৩নং ঘ) ২নং 18 / 75 ১৮। ন্যাটো (NATO) কোন ধরনের জোট? ক) রাজনৈতিক খ) সামাজিক গ) পরিবেশগত ঘ) সামরিক 19 / 75 ১৯। যদি ১০ জন যুবক ও ৫ জন বালক একটি কাজ ১০ দিনে করতে পারে, তবে ২০ জন যুবক ও ১০ জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে ? ক) ২০ দিনে খ) ১০ দিনে গ) ১৫ দিনে ঘ) ২.৫ দিনে 20 / 75 ২০। একটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে তাকে কি ত্রিভুজ বলে? ক) সমকোণী ত্রিভুজ খ) সমদ্বিবাহু ত্রিভুজ গ) সমবাহু ত্রিভুজ ঘ) বিষমবাহু ত্রিভুজ 21 / 75 ২১। কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়? ক) কৃষিক্ষেত্রে খ) শিক্ষাক্ষেত্রে গ) বিনোদন ক্ষেত্রে ঘ) নিরাপত্তা ক্ষেত্রে 22 / 75 ২২। The man ____ in the accident was taken to the hospital. ক) who injured খ) was injured গ) injured ঘ) had injured 23 / 75 ২৩। This is the fashion of the day. Here ‘fashion’ is- ক) a noun খ) an adverb গ) an adjective ঘ) a verb 24 / 75 ২৪। একঝুড়ি আম ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো । বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। এক ঝুড়ি আমের দাম কত? ক) ১০০ টাকা খ) ১৫০ টাকা গ) ২০০ টাকা ঘ) ৩০০ টাকা 25 / 75 ২৫। x2 - 7x + 6 এর উৎপাদকে বিশেষিত রূপ নিচের কোনটি? ক) (x - 2) (x - 3) খ) (x - 1) (x + 8) গ) (x - 1) (x - 6) ঘ) (x + 1) (x + 6) 26 / 75 ২৬। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? ক) অশোক খ) শশাঙ্ক গ) ধর্মপাল ঘ) মেগদা 27 / 75 ২৭। ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? ক) নেতিবাচক খ) বিয়োগান্তক গ) নঞর্থক ঘ) অজানা 28 / 75 ২৮। a = 2, b = -1 হলে 2ab + b2 - 3b = কত? ক) 0 খ) -4 গ) 4 ঘ) 6 29 / 75 ২৯। The expression 'He is all but ruined' means- ক) He has everything খ) He is nearly ruined গ) He is out of danger ঘ) He ruined others than himself 30 / 75 ৩০। ‘Phonology’ এর বাংলা প্রতিশব্দ কোনটি? ক) Phone সংক্রান্ত বিদ্যা খ) দর্শনতত্ত্ব গ) ভাষাতত্ত্ব ঘ) ভাষার ধ্বনিবিজ্ঞান 31 / 75 ৩১। A simple Infinitive does the work of a/an- ক) adjective খ) adverb গ) noun ঘ) verb 32 / 75 ৩২। The word 'usual' is the synonym of- ক) normal খ) certain গ) unusual ঘ) strange 33 / 75 ৩৩। নিচের কোন বানানটি অশুদ্ধ? ক) দুষ্প্রাপ্য খ) পরষ্পর গ) নিষ্পত্তি ঘ) স্নেহাস্পদ 34 / 75 ৩৪। যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয়, তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? ক) ৬টি খ) ৮টি গ) ৯টি ঘ) ১২টি 35 / 75 ৩৫। ‘I wish it would rain', she said. The indirect narration is— ক) She wished that it would rain খ) She wishes it will rain গ) She expect raining ঘ) None of the above 36 / 75 ৩৬। বাংলাদেশের রণসংগীত কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ক) ভাঙার গান খ) সন্ধ্যা গ) অগ্নিবীণা ঘ) বিষের বাঁশি 37 / 75 ৩৭। Which of the following words is in singular form? ক) basis খ) formulae গ) syllabi ঘ) media 38 / 75 ৩৮। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় ৭ কি.মি. এবং স্রোতের বেগ ৪ কি.মি. । নৌকাটি ৩৩ কি.মি. পথ গিয়ে ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? ক) ১৩ ঘন্টা খ) ১২ ঘন্টা গ) ৯ ঘন্টা ঘ) ১৪ ঘন্টা 39 / 75 ৩৯। ৩ x ০.৩ ÷ ২ = কত? ক) ২ খ) ১ গ) ০.৬ ঘ) ০.৪৫ 40 / 75 ৪০। He assisted me — answering the question. ক) by খ) with গ) in ঘ) through 41 / 75 ৪১। প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী কে? ক) শারমিন সুলতানা খ) নিশাত মজুমদার গ) রাণী হামিদ ঘ) জান্নাতুল ফেরদৌস 42 / 75 ৪২। কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? ক) ৯ খ) ১৬ গ) ২৫ ঘ) ৩৬ 43 / 75 ৪৩। The art exhibition will be— next week ক) telecast গ) telecasted গ) telecasted ঘ) broadcast 44 / 75 ৪৪। কোনটির অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়? ক) এসিটিক এসিড খ) ম্যালিক এসিড গ) এসকরবিক এসিড ঘ) ট্যানিক এসিড 45 / 75 ৪৫। Which one is the correct passive form of the sentence-'He satisfied everybody'? ক) Everybody has been satisfied by him. খ) Everybody was satisfied with him. গ) Everybody would be satisfied at him. ঘ) Everybody was satisfied by him. 46 / 75 ৪৬। পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? ক) ২১ খ) ৩১ গ) ৪১ ঘ) ৫১ 47 / 75 ৪৭। ‘নিকুঞ্জ’ শব্দের সঠিক অর্থ কোনটি? ক) খেলার মাঠ খ) পাখির বাসা গ) খড়ের ঘর ঘ) বাগান 48 / 75 ৪৮। ৬৫ ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত? ক) ১২৫ ডিগ্রি খ) ১৩৫ ডিগ্রি গ) ২৫ ডিগ্রি ঘ) ৩৫ ডিগ্রি 49 / 75 ৪৯। একটি ট্রেনের বেগ ঘন্টায় ৭২ কি.মি. । ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার হলে, ৩২০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে ? ক) ২২ সেকেন্ড খ) ২৫ সেকেন্ড গ) ২০ সেকেন্ড ঘ) ২৪ সেকেন্ড 50 / 75 ৫০। ‘নয়ন তারা’ একটি উন্নত জাতের- ক) আম খ) গম গ) ভুট্টা ঘ) বেগুন 51 / 75 ৫১। ‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ কোনটি? ক) বায়স খ) গুল্ম গ) তরু ঘ) কোনোটিই নয় 52 / 75 ৫২। জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয়? ক) ট্যাকোমিটার খ) ক্রোনোমিটার গ) দোলনঘড়ি ঘ) ওডোমিটার 53 / 75 ৫৩। ‘তুলসী বনের বাঘ’ এর অর্থ কোনটি? ক) সুসময়ের বন্ধু খ) ভন্ড গ) অদৃশ্য বস্তু ঘ) নির্লজ্জ 54 / 75 ৫৪। A lot of news in those papers ___ unreliable. ক) are খ) were গ) is ঘ) be 55 / 75 ৫৫। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে, তিনি কত টাকা আয় করেন? ক) ২০,০০০ খ) ২২,৫০০ গ) ২৫,০০০ ঘ) ৩০,০০০ 56 / 75 ৫৬। দুটি সংখ্যার ল.সা.গু. ৯৬ এবং গ.সা.গু. ১৬। একটি সংখ্যা অপর সংখ্যার ১.৫ গুণ হলে, বড় সংখ্যাটি কত? ক) ১৬ খ) ২০ গ) ৩২ ঘ) ৪৮ 57 / 75 ৫৭। ‘দান করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ- ক) দিৎসা খ) দিসা গ) দানবীর ঘ) দোসা 58 / 75 ৫৮। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? ক) বিধ্বস্ত নীলিমা খ) সোনালী কাবিন গ) রাজা যায় রাজা আসে ঘ) শীতে বসন্তে 59 / 75 ৫৯। নিচের কোন সংখ্যাটি মৌলিক? ক) ৯১ খ) ১৪৭ গ) ৪৭ ঘ) ৮৭ 60 / 75 ৬০। ‘একাদশী বৃহস্পতি’ এর অর্থ কী? ক) আশার কথা খ) সৌভাগ্যের বিষয় গ) মজা পাওয়া ঘ) আনন্দের বিষয় 61 / 75 ৬১। সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত ? ক) ৭০০ টাকা খ) ৮০০ টাকা গ) ৯০০ টাকা ঘ) ১০০০ টাকা 62 / 75 ৬২। বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি? ক) আব্দুল করিম খ) মোহাম্মদ শহিদুল্লাহ গ) মোতাহার হোসেন চৌধুরী ঘ) আবুল ফজল 63 / 75 ৬৩। Fill in the blank: I thought that ___ was the last one. ক) the most prettiest of all খ) prettiest one of all গ) the prettiest one from all ঘ) the prettiest one of all 64 / 75 ৬৪। Which is the antonym of 'malicious'? ক) resentful খ) envious গ) rancorous ঘ) pleasing 65 / 75 ৬৫। বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়? ক) ১৯৯৭ খ) ১৯৯৮ গ) ১৯৯৬ ঘ) ১৯৯৫ 66 / 75 ৬৬। Who is known as ‘The poet of nature’ in English literature? ক) William Wordsworth খ) Lord Tennyson গ) John Milton ঘ) John Keats 67 / 75 ৬৭। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ এর পরিচালক কে? ক) শিবলী সাদিক খ) পঙ্কজ পালিত গ) হুমায়ূন আহমেদ ঘ) অরণ্য আনোয়ার 68 / 75 ৬৮। নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়? ক) বায়ু খ) গোল্ড গ) শর্করা ঘ) নিকেল 69 / 75 ৬৯। কোনটি জহির রায়হানের রচনা? ক) বরফ গলা নদী খ) খোয়াবনামা গ) ক্রীতদাসের হাসি ঘ) সারেং বৌ 70 / 75 ৭০। A person who speaks for other - ক) representative খ) spokesman গ) alien ঘ) supporter 71 / 75 ৭১। ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ….. ধারাটির দশম পদ হবে? ক) ১৩ খ) ১৬ গ) ১৯ ঘ) ২১ 72 / 75 ৭২। ‘পদ্মা নদীর মাঝি’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি- ক) উপন্যাস খ) নাটক গ) গল্প ঘ) ভ্রমণ কাহিনী 73 / 75 ৭৩। নিচের কোনটি ইনপুট ডিভাইস (Input Device)? ক) প্রিন্টার খ) মনিটর গ) সিপিইউ ঘ) কী-বোর্ড 74 / 75 ৭৪। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। এর পরিসীমা কত? ক) ৩০ মিটার খ) ৬০ মিটার গ) ১২০ মিটার ঘ) ৯০ মিটার 75 / 75 ৭৫। The play ‘Arms and the Man’ is written by- ক) James Joyce খ) Arther Miller ঘ) George Bernard Shaw গ) Samuel Beckett 0% Restart quiz Exit