প্রাইমারি শিক্ষক নিয়োগ মডেল টেস্ট - ৫

সময়ঃ ৬০ মিনিট

মোট প্রশ্নঃ ৭৫ টি

পূর্ণমানঃ ৭৫

1 / 75

১। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে- 

 

2 / 75

২। 3x + 2y = 7 এবং 2x = y হলে (x, y) হবে- 

 

3 / 75

৩। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? 

 

4 / 75

৪। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে? 

 

5 / 75

৫। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত? 

 

6 / 75

৬। ‘By fits and starts’ means-

 

7 / 75

৭।  I wish you ____ the problem. 

 

8 / 75

৮। ‘আইন’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

 

9 / 75

৯। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? 

 

10 / 75

১০। You must watch the fleet. Here ‘fleet’ is- 

 

11 / 75

১১। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? 

 

12 / 75

১২। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করান? 

 

13 / 75

১৩। Which of the following words is not plural? 

 

14 / 75

১৪। ‘বুনো’ শব্দটি কোন পদ? 

 

15 / 75

১৫। ‘অমৃত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি? 

 

16 / 75

১৬। ‘অত্যধিক’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে- 

 

17 / 75

১৭। What is the antonym of the word ‘Apposite’? 

 

18 / 75

১৮। ‘Fire burns’. What kind of verb ‘burn’ is- 

 

19 / 75

১৯। ‘যে বিষয়ে মতভেদ নেই এমন’ এর এক কথায় প্রকাশ- 

 

20 / 75

২০। স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে-  

21 / 75

২১। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? 

 

22 / 75

২২। টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রি করলে, শতকরা কত লাভ হবে? 

 

23 / 75

২৩। কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে? 

 

24 / 75

২৪। I cannot  ____  what you say. 

 

25 / 75

২৫। 2 + 4 + 8 + 16 + . . . . . . ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে, n এর মান কত? 

 

26 / 75

২৬। They travelled to Savar- 

 

27 / 75

২৭। 'এফবিআই' কোন দেশের গোয়েন্দা সংস্থা?

 

28 / 75

২৮। The word ‘homogeneous’ means- 

 

29 / 75

২৯। নিচের কোনটিকে 'ইউরোপের রণক্ষেত্র' বলা হয়?

 

30 / 75

৩০। ‘বরখেলাপ’ শব্দে ‘বর’ কোন ধরনের উপসর্গ? 

 

31 / 75

৩১। ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয়, তাতে কয়টি গরু পোষা যাবে? 

 

32 / 75

৩২। বাংলাদেশের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জাদুঘর’ কোন জেলায় অবস্থিত? 

 

33 / 75

৩৩। ‘Out-Look’ এর অর্থ কি? 

 

34 / 75

৩৪। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? 

 

35 / 75

৩৫। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-  

 

36 / 75

৩৬। ‘সে এমন ভাবে কথা বলে মনে হয় সব জানে।’ বাক্যটির সঠিক ইংরেজি কোনটি? 

 

37 / 75

৩৭। There were___ guests than I expected. 

 

38 / 75

৩৮। ‘নদীর মাছ সুস্বাদু’। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? 

 

39 / 75

৩৯। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল ৯০ হয়, সংখ্যাটি কত ? 

 

40 / 75

৪০। ০.৪ × ০.০২ × ০.০৮ = কত? 

 

41 / 75

৪১। ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কি? 

 

42 / 75

৪২। যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয়- 

 

43 / 75

৪৩। কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমোন তৈরি করা সম্ভব হচ্ছে? 

44 / 75

৪৪। The word ‘manifestation’ means- 

 

45 / 75

৪৫। ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 

 

46 / 75

৪৬। বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী সংখ্যা ছিল কতজন? 

 

47 / 75

৪৭। x + y = 6 এবং xy = 8 হলে (x - y)2 এর মান কত? 

 

48 / 75

৪৮। Choose the correct spelling. 

 

49 / 75

৪৯। ‘ক’ এর বয়স ‘খ’ এর বয়সের দ্বিগুণ এবং ‘খ’ এর বয়স ‘গ’ এর বয়সের দ্বিগুণ এবং তাদের বয়সের সমষ্টি ৬৩ বছর হলে, ক ও গ এর বয়সের পার্থক্য কত?  

 

50 / 75

৫০। দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩ । সংখ্যা দুটির ল.সা.গু. কত? 

 

51 / 75

৫১। ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? 

 

52 / 75

৫২। নিচের কোন বানানটি শুদ্ধ? 

 

53 / 75

৫৩। একজন বোলার গড়ে ১৮ রান দিয়ে ১০টি উইকেট পান। পরবর্তী ইনিংসে গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন? 

 

54 / 75

৫৪। কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে? 

 

55 / 75

৫৫। Choose the correct sentence- 

 

56 / 75

৫৬। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয়, তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? 

 

57 / 75

৫৭। বাংলাদেশের প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কবে? 

 

58 / 75

৫৮। উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমাসে? 

 

59 / 75

৫৯। Optical Mark Reader (OMR) আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে? 

 

60 / 75

৬০। কোন আসল ৩ বছরে সুদ আসলে ৪৮৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা হয়। আসল নির্ণয় করুন- 

 

61 / 75

৬১। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? 

 

62 / 75

৬২। বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন- 

 

63 / 75

৬৩। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৬০% । উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?  

 

64 / 75

৬৪। Select the proverb for ‘শুধু কথায় পেট ভরে না।’ 

 

65 / 75

৬৫। Why do you waste time? 

 

66 / 75

৬৬। ‘বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট’ (BINA) কোথায় অবস্থিত?  

 

67 / 75

৬৭। ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- কার উক্তি? 

 

68 / 75

৬৮। The most famous satirist in English literature is- 

 

69 / 75

৬৯। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, ঘরটির দৈর্ঘ্য কত?  

 

70 / 75

৭০। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? 

 

71 / 75

৭১। Several new diseases ____ in the recent years.

 

72 / 75

৭২। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে, এর অতিভুজের মান কত? 

 

73 / 75

৭৩। P.B. Shelly is known as- 

 

74 / 75

৭৪। ১৫ মি. দৈর্ঘ্য ৭ মি. প্রস্থ ও ৫ মি. গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে?  

 

75 / 75

৭৫। Karim said, “I met him long ago”. Change the narration- 

 

0%

Exit

Scroll to Top