বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০৬ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। 'জনতা' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে- ক) সন্ধিযোগে খ) উপসর্গযোগে গ) প্রত্যয়যোগে ঘ) বচনের সাহায্যে ২। 'বদমেজাজী' শব্দের 'বদ' কোন ধরনের উপসর্গ? ক) আরবি খ) ফারসি গ) হিন্দি ঘ) বাংলা ৩। 'তিমির হননের কবি' উপাধিটি কার? ক) শামসুর রাহমান খ) কাজী নজরুল ইসলাম গ) জীবনানন্দ দাশ ঘ) আবদুল কাদির ৪। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়- ক) পদ্মাবতী নাটকে খ) মেঘনাদবধ মহাকাব্যে গ) বীরাঙ্গনা কাব্যে ঘ) ব্রজাঙ্গনা কাব্যে ৫। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? ক) বৃন্দাবনের খ) মিথিলার গ) নবদ্বীপের ঘ) বর্ধমানের ৬। মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? ক) ঝ খ) ট গ) ব ঘ) খ ৭। কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে? ক) ব্যথা খ) বন্দর গ) সুন্দর ঘ) দেশ ৮। 'আগুন পাখি' উপন্যাসটির রচয়িতা কে? ক) সেলিনা হোসেন খ) হাসান আজিজুল হক গ) রাহাত খান ঘ) ইমদাদুল হক মিলন ৯। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ক) কানাহরি দত্ত খ) মুকুন্দরাম চক্রবর্তী গ) ভারতচন্দ্র রায়গুণাকর ঘ) চণ্ডীদাস ১০। 'বন্দী শিবির থেকে' গ্রন্থটি কার লেখা? ক) শামসুর রাহমান খ) কাজী নজরুল ইসলাম গ) আহসান হাবীব ঘ) আবুল হাসান ১১। 'অলংকার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি? ক) অলং+কার খ) অ+লঙ্কার গ) অলম্+কার ঘ) অলঙ্ক+কার ১২। 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে- ক) নির্দেশ অর্থে খ) পুনরাবৃত্তি অর্থে গ) বিস্ময় প্রকাশে ঘ) স্বীকৃতিজ্ঞাপন অর্থে ১৩। 'পানি' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? ক) হিন্দি খ) সংস্কৃত গ) আরবি ঘ) ফারসি ১৪। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? ক) গানের মালা খ) দোলন-চাঁপা গ) বনগীতি ঘ) ফণি-মনসা ১৫। 'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? ক) নাথধর্ম খ) শৈবধর্ম গ) বৌদ্ধ সহজযান ঘ) কোনটি নয় ১৬। চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন? ক) মুনিদত্ত খ) প্রবোধচন্দ্র বাগচী গ) কীর্তিচন্দ্র ঘ) হরপ্রসাদ শাস্ত্রী ১৭। 'মানসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক) মাইকেল মধুসূদন দত্ত খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) জীবনানন্দ দাশ ঘ) কাজী নজরুল ইসলাম ১৮। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কোন ধরনের রচনা? ক) কাব্য খ) উপন্যাস গ) কাব্যনাট্য ঘ) নাট্যকাব্য ১৯। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ? ক) গায়েহলুদ খ) দশানন গ) চিরসুখী ঘ) কানাকানি ২০। 'হাতি' শব্দের প্রতিশব্দ কোনটি? ক) ভুজঙ্গ খ) কেশরী গ) কুরঙ্গ ঘ) করী ২১। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? ক) অহি-নকুল খ) রুই-কাতলা গ) আদায়-কাঁচকলায় ঘ) দা-কুমড়া ২২। Covenant শব্দের অর্থ- ক) চুক্তিপত্র খ) আইনসভা গ) ধাওয়া করা ঘ) জায়গার নাম ২৩। বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক কে? ক) আবদুল্লাহ আল মামুন খ) মমতাজ উদ্দীন আহমদ গ) সেলিম আল দীন ঘ) রামেন্দ্র মজুমদার ২৪। 'চাষাভূষার কাব্য' কার রচনা? ক) নির্মলেন্দু গুণ খ) সৈয়দ শামসুল হক গ) শামসুর রাহমান ঘ) আহমদ ছফা ২৫। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? ক) বেদান্তগ্রন্থ খ) বেদান্তচন্দ্রিকা গ) বেদান্তসার ঘ) পথ্য প্রদান ২৬। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী? ক) ধর্মমঙ্গল খ) চণ্ডীমঙ্গল গ) মনসামঙ্গল ঘ) অন্নদামঙ্গল ২৭। 'অভয়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? ক) শ্রীকান্ত খ) গৃহদাহ গ) পল্লীসমাজ ঘ) দেবদাস ২৮। নিচের কোনটি সঠিক বানান? ক) সতস্ফূর্ত খ) স্বতঃস্ফূর্ত গ) স্বতঃস্ফুর্ত ঘ) স্বতস্ফূর্ত ২৯। 'অবনত' শব্দটির বিপরীত শব্দ কোনটি? ক) ঊষা খ) সংশয় গ) ছায়ালোক ঘ) উন্নত ৩০। 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা? ক) প্যারীচাঁদ মিত্র খ) দ্বিজেন্দ্রলাল রায় গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) বিষ্ণু দে 0% Restart quiz Exit