বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০৫ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। আধুনিক বাংলা গীতি কবিতার উৎস কী? ক) গজল খ) গম্ভীরা গান গ) টপ্পা গান ঘ) জারিগান ২। মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব' কাব্য একটি- ক) মহাকাব্য খ) পত্রকাব্য গ) খণ্ড কবিতার সংকলন ঘ) কাহিনী কাব্য ৩। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন? ক) ডাকার্ণব খ) কাহ্নপা গ) লুইপা ঘ) মুনিদত্ত ৪। 'টেকচাঁদ ঠাকুর' কার ছদ্মনাম? ক) প্যারীচাঁদ মিত্র খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ) ভুদেব মুখোপাধ্যায় ঘ) কালীপ্রসন্ন সিংহ ৫। নিচের কোনটি সমীভবন এর উদাহরণ? ক) শাক > শাগ খ) করতে > কত্তে গ) লেবু > নেবু ঘ) বসু > বোসু ৬। লোকটা হাড়ে হাড়ে শয়তান। বাক্যটিতে দ্বিরুক্তি কোন অর্থ প্রকাশ করে? ক) বিস্তার খ) চোর ডাকাত গ) আধিক্য ঘ) সতর্কতা ৭। 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি কার লেখা? ক) জীবনানন্দ দাশ খ) সুকান্ত ভট্টাচার্য গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৮। জসীমউদ্দীন এর 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? ক) কল্লোল খ) তত্ত্ববোধিনী গ) ধূমকেতু ঘ) কালি ও কলম ৯। বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন? ক) জয়দেব খ) কৃত্তিবাস ওঝা গ) হরপ্রসাদ শাস্ত্রী ঘ) ভুসুকুপা ১০। 'অবশেষ' শব্দটির 'অব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? ক) প্রতিকুল খ) অল্পতা গ) সম্যকভাবে ঘ) নিম্নে ১১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কত? ক) ৭টি খ) ৩২টি গ) ৩৭টি ঘ) ৩৯টি ১২। 'আগুনের পরশমনি' উপন্যাসের উপজীব্য বিষয় কী? ক) মুক্তিযুদ্ধ খ) ভাষা আন্দোলন গ) তেভাগা আন্দোলন ঘ) বঙ্গভঙ্গ ১৩। রোকেয়া সাখাওয়াত হোসেন এর রচিত উপন্যাস- ক) পদ্মাবতী খ) মতিমহল গ) মতিচুর ঘ) পদ্মরাগ ১৪। 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক) ধ্বনিতত্ত্বে খ) রূপতত্ত্বে গ) অর্থতত্ত্বে ঘ) বাক্যতত্ত্বে ১৫। 'নিশ্চয়' এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? ক) নিশ্চয়+য় খ) নিশ+চয় গ) নিঃ+চয় ঘ) নি+চয় ১৬। 'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থের রচয়িতা কে? ক) আবুল হাসান খ) শামসুর রাহমান গ) রফিক আজাদ ঘ) আহসান হাবীব ১৭। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? ক) তেল-নুন-লাকড়ি খ) বীরবলের হালখাতা গ) নারীর মূল্য ঘ) খরায়তের কথা ১৮। 'গায়ে হলুদ' কোন সমাস? ক) অলুক দ্বন্দ্ব খ) অলুক তৎপুরুষ গ) মধ্যপদলোপী বহুব্রীহি ঘ) ব্যতিহার বহুব্রীহি ১৯। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক কোনটি- ক) সুড়ঙ্গ খ) রূপান্তর গ) নেমেসিস ঘ) সেনাপতি ২০। নিচের কোন বানানটি সঠিক? ক) জিগিষা খ) জিগীষা গ) জীগিষা ঘ) জীগীষা ২১। 'ঢাকাই' শব্দটি কি যোগে গঠিত? ক) উপসর্গ খ) সন্ধি গ) সমাস ঘ) প্রত্যয় ২২। 'একাত্তরের বর্ণমালা' কার লেখা? ক) জাহানারা ইমাম খ) শওকত ওসমান গ) এম আর আখতার মুকুল ঘ) রাবেয়া খাতুন ২৩। 'রক্তকরবী' নাটকটির রচয়িতা কে? ক) দ্বিজেন্দ্রলাল রায় খ) কাজী নজরুল ইসলাম গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) ইব্রাহীম খাঁ ২৪। 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি? ক) রজনীকান্ত খ) ভানু গ) নিশীথিনী ঘ) কোমলাকান্ত ২৫। বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি? ক) কুহেলিকা খ) বাঁধনহারা গ) মৃত্যুক্ষুধা ঘ) যোগাযোগ ২৬। 'শৌখিন' এর বিপরীত শব্দ- ক) শঙ্খ খ) পেশাদার গ) শ্যামল ঘ) সচিত্র ২৭। কোন বাক্যটি শুদ্ধ? ক) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয় খ) তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন গ) আমার আর বাঁচিবার স্বাদ নাই ঘ) কোনো বাক্যই শুদ্ধ নয় ২৮। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? ক) বিধ্বস্ত নীলিমা খ) সোনালী কাবিন গ) শীতে বসন্তে ঘ) রাজা যায় রাজা আসে ২৯। 'কূলের সমীপে' এর সংক্ষেপ কি? ক) অনুকূল খ) সমকূল গ) উপকূল ঘ) প্রতিকূল ৩০। 'দুধেভাতে উৎপাত' আখতারুজ্জামান ইলিয়াস এর একটি- ক) নাটক খ) গল্পগ্রন্থ গ) কাব্য ঘ) উপন্যাস 0% Restart quiz Exit