বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০৪ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস খ) বাংলা সাহিত্যের কথা গ) বাংলা সাহিত্যের রূপরেখা ঘ) বঙ্গভাষা ও সাহিত্য ২। চর্যাপদের ভাষাকে 'সান্ধ্য ভাষা' বলেছেন কে? ক) মুহম্মদ শহীদুল্লাহ খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ) বিজয়চন্দ্র মজুমদার ঘ) হরপ্রসাদ শাস্ত্রী ৩। মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? ক) শকুন্তলা খ) রাবণবধ গ) কৃষ্ণকুমারী ঘ) ভদ্রার্জুন ৪। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? ক) ঘাস খ) কল গ) দল ঘ) শসা ৫। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? ক) চুপচাপ খ) ঝমঝম গ) পটাপট ঘ) সুরে সুরে ৬। 'পকেটমার' শব্দটি কোন শ্রেণির? ক) তৎসম খ) বিদেশি গ) মিশ্র ঘ) দেশি ৭। 'একুশের গান' কবিতার রচয়িতা কে? ক) জসীমউদ্দীন খ) আবদুল গাফফার চৌধুরী গ) সুফিয়া কামাল ঘ) সুকান্ত ভট্টাচার্য ৮। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? ক) বেগম রোকেয়া খ) মহাশ্বেতা দেবী গ) স্বর্ণকুমারী দেবী ঘ) রিজিয়া রহমান ৯। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক) প্যারিচাঁদ মিত্র খ) অক্ষয়কুমার দত্ত গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১০। কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রোমান্টিক উপন্যাস? ক) কপালকুণ্ডলা খ) রামের সুমতি গ) যোগাযোগ ঘ) হাজার বছর ধরে ১১। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? ক) বহুব্রীহি সমাসে খ) দ্বিগু সমাসে গ) নিত্য সমাসে ঘ) দ্বন্দ্ব সমাসে ১২। 'অগ্নি' শব্দের সমার্থক কোনটি? ক) কৃশানু খ) প্রভা গ) সবিতা ঘ) ভানু ১৩। 'সংস্কৃতির সংকট' প্রবন্ধ গ্রন্থটি রচনা করেছেন- ক) মনিরুজ্জামান খ) বদরুদ্দীন ওমর গ) সৈয়দ শামসুল হক ঘ) মনজুর মোরশেদ ১৪। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? ক) পালি খ) অবহটঠ গ) অপভ্রংশ ঘ) সংস্কৃত ১৫। 'শ্রীকৃষ্ণকীর্তন' আবিষ্কার করেন- ক) হরপ্রসাদ শাস্ত্রী খ) বসন্তরঞ্জন রায় গ) রামমোহন রায় ঘ) প্রমথ চৌধুরী ১৬। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক) ক্ষুধিত পাষাণ খ) একটি তুলসী গাছের কাহিনী গ) পদ্মগোখরা ঘ) মাস্টার মশায় ১৭। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত- ক) শব্দের পরিবর্তনের সাথে খ) বাক্যের পরিবর্তনের সাথে গ) পদ পরিবর্তনের সাথে ঘ) ধ্বনির পরিবর্তনের সাথে ১৮। 'তন্ময়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) তনু+ময় খ) তৎ+ময় গ) তন+ময় ঘ) তৃৎ+ময় ১৯। কোন বিষয়ের উপর ভিক্তি করে 'মহাশ্মশান' কাব্য রচিত? ক) পানি পথের প্রথম যুদ্ধ খ) পানি পথের দ্বিতীয় যুদ্ধ গ) পানি পথের তৃতীয় যুদ্ধ ঘ) পলাশীর যুদ্ধ ২০। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান 'বিদ্যাসাগর' উপাধি প্রদান করে? ক) সংস্কৃত কলেজ খ) কলকাতা বিশ্ববিদ্যালয় গ) প্রেসিডেন্সি কলেজ ঘ) বিদ্যাসাগর কলেজ ২১। মহাকবি আলাওল কোন যুগের কবি? ক) মধ্যযুগের খ) আধুনিক যুগের গ) প্রাচীন যুগের ঘ) সর্বাধুনিক যুগের ২২। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি? ক) মঙ্গলকাব্য খ) রোমান্টিক প্রণয়োপাখ্যান গ) জীবনীকাব্য ঘ) নাথ সাহিত্য ২৩। মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? ক) বিষাদ-সিন্ধু খ) রত্নবতী গ) বসন্তকুমারী ঘ) জমীদার দর্পণ ২৪। সঠিক বানান কোনটি? ক) দধীচি খ) দধিচি গ) দধিচী ঘ) দধীচী ২৫। 'ভূত' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) নিখুঁত খ) মানব গ) মৃত ঘ) ভাবী ২৬। বাংলা সাহিত্যে 'মজিদ' চরিত্রটি কোন ঔপন্যাসিকের সৃষ্টি? ক) মানিক বন্দ্যোপাধ্যায় খ) হুমায়ূন আহমেদ গ) আবু ইসহাক ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ ২৭। 'যা অধ্যয়ন করা হয়েছে।'- এক কথায় কি হবে? ক) পঠিত খ) অধীত গ) অধ্যায়িত ঘ) অধ্যয়িত ২৮। 'গোঁফ-খেজুরে' বাগধারাটির অর্থ- ক) আরামপ্রিয় খ) উদাসীন গ) নিতান্ত অলস ঘ) পরমুখাপেক্ষী ২৯। চৈতন্য জীবনীকাব্যের শ্রেষ্ঠ কবি কে? ক) কৃষ্ণদাস কবিরাজ খ) বৃন্দাবন দাস গ) জয়ানন্দ ঘ) কবি পরমানন্দ ৩০। 'Ameliorate' এর বাংলা পরিভাষা হলো- ক) অভূতপূর্ব খ) উৎকর্ষ সাধন গ) অকুতোভয় ঘ) অনন্য 0% Restart quiz Exit