বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০৩ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? ক) নিঃশ্বাস খ) খণ্ডিত গ) প্রলয় ঘ) অনুপম ২। Forgery শব্দের বাংলা পরিভাষা- ক) ফৌজদারি খ) দালালি গ) বলপ্রয়োগকারী ঘ) জালিয়াতি ৩। 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এর মধ্যে 'টাপুর টুপুর' কিরূপ অব্যয়? ক) অনুকার অব্যয় খ) পদান্বয়ী অব্যয় গ) অনন্বয়ী অব্যয় ঘ) সংযোজক অব্যয় ৪। 'উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা কে? ক) কবি আল মাহমুদ খ) সুভাষ মুখোপাধ্যায় গ) সুফিয়া কামাল ঘ) সিকান্দার আবু জাফর ৫। 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক কে? ক) মোজাম্মেল হক খ) কাজী নজরুল ইসলাম গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মওলানা আকরম খাঁ ৬। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ক) গোবিন্দদাস খ) কাহ্নপা গ) কায়কোবাদ ঘ) ভুসুকুপা ৭। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? ক) সারদা দেবী খ) স্বর্ণকুমারী দেবী গ) চন্দ্রাবতী ঘ) সুফিয়া কামাল ৮। বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে? ক) দীর্ঘস্বর খ) হ্রম্বস্বর গ) অনুনাসিকতা ঘ) বাঞ্চনা ৯। 'তন্বী' শব্দের কোনটি সঠিক সন্ধি-বিচ্ছেদ? ক) তন্ব+ঈ খ) তন্ব+ই গ) তনু+ঈ ঘ) তনু+ই ১০। 'সোনালী কাবিন' কাব্যের রচয়িতা কে? ক) হাসান হাফিজুর রহমান খ) আল মাহমুদ গ) হুমায়ূন আহমেদ ঘ) আবুল হাসান ১১। 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে? ক) ড. নীলিমা ইব্রাহীম খ) শহীদুল্লা কায়সার গ) আনোয়ার পাশা ঘ) আনিস চৌধুরী ১২। 'অন্নদামঙ্গল' কাব্য কে রচনা করেন? ক) ভারতচন্দ্র রায়গুণাকর খ) বিজয় গুপ্ত গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ) কানাহরি দত্ত ১৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? ক) অসম বৃক্ষ খ) রজনী গ) আরণ্যক ঘ) পদশব্দ ১৪। ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী? ক) হাতেমতায়ী খ) পাখির বাসা গ) নৌফেল ও হাতেম ঘ) সাত সাগরের মাঝি ১৫। 'মধ্যস্বরাগম' এর সমার্থক কোনটি? ক) অভিশ্রুতি খ) স্বরসঙ্গতি গ) সম্প্রকর্ষ ঘ) বিপ্রকর্ষ ১৬। 'তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি।'- উদাহরণটি কোন বাক্যের? ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) মিশ্র বাক্য ১৭। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা 'বুকের ভেতর আগুন' এর রচয়িতা- ক) বেগম নুরজাহান খ) নীলিমা ইব্রাহীম গ) জাহানারা ইমাম ঘ) সেলিনা হোসেন ১৮। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি? ক) শিউলিমালা খ) কুহেলিকা গ) মৃত্যুক্ষুধা ঘ) বাঁধনহারা ১৯। 'দেওয়ানা মদিনা' কোন কাব্যের অন্তর্গত? ক) পূর্ববঙ্গ গীতিকা খ) মধ্যযুগের গীতকবিতা গ) নাথ গীতিকা ঘ) মৈমনসিংহ গীতিকা ২০। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ক) রূপসী বাংলা খ) ঝরা পালক গ) ধূসর পাণ্ডুলিপি ঘ) সাতটি তারার তিমির ২১। 'ধর্মের ষাঁড়' বাগধারার অর্থ কী? ক) সুসময়ের বন্ধু খ) স্বার্থপর গ) বেহায়া ঘ) অকর্মণ্য ২২। 'বাগদত্তা' কোন সমাস? ক) কর্মধারয় খ) বহুব্রীহি গ) তৎপুরুষ ঘ) অব্যয়ীভাব ২৩। 'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়' চরণটির রচয়িতা কে? ক) কাজী নজরুল ইসলাম খ) সুকান্ত ভট্টাচার্য গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) শামসুর রাহমান ২৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক কোনটি? ক) রক্তাক্ত প্রান্তর খ) মধুমালা গ) আরেক ফাল্গুন ঘ) কবর ২৫। কোনটি শুদ্ধ শব্দ? ক) আপদমস্তক খ) আপাদমস্তক গ) আপাদমস্ত ঘ) আপদমস্ত ২৬। 'সৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি? ক) কৃষ্টি খ) সংহার গ) ব্যষ্টি ঘ) হাল ২৭। 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে? ক) জহির রায়হান খ) শওকত ওসমান গ) আবু ইসহাক ঘ) তারেক মাসুদ ২৮। 'যা বপন করা হয়েছে'- এক কথায় প্রকাশ হলো- ক) বর্ণিত খ) উপ্ত গ) গুপ্ত ঘ) ব্যস্ত ২৯। কোনটি 'বাতাস' এর প্রতিশব্দ নয়? ক) অনিল খ) পবন গ) অর্ণব ঘ) হাওয়া ৩০। 'শঙ্খনীল কারাগার' উপন্যাসটি কার লেখা? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) হুমায়ুন আজাদ গ) আলাউদ্দীন আল আজাদ ঘ) হুমায়ূন আহমেদ 0% Restart quiz Exit