বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০২ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন? ক) লুইপা খ) কাহ্নপা গ) শবরপা ঘ) ভুসুকুপা ২। 'উদাসীন পথিকের মনের কথা' কার রচনা? ক) ফররুখ আহমদ খ) মীর মশাররফ হোসেন গ) শাহাদাৎ হোসেন ঘ) প্রমথ চৌধুরী ৩। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? ক) অপগত খ) সমীভবন গ) পরাগত ঘ) বিষমীভবন ৪। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি? ক) রাজবন্দীর রোজনামচা খ) দুর্দিনের দিনলিপি গ) দুর্দিনের যাত্রী ঘ) জাপান যাত্রী ৫। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম- ক) তত্ত্ববোধিনী খ) সবুজপত্র গ) ধূমকেতু ঘ) কল্লোল ৬। মধ্যযুগের প্রথম কবি কে? ক) বড়ু চণ্ডীদাস খ) ভারতচন্দ্র রায়গুণাকর গ) বিদ্যাপতি ঘ) মুকুন্দরাম চক্রবর্তী ৭। 'নীলদর্পণ' নাটকটি কার লেখা? ক) ইব্রাহীম খাঁ খ) ডি.এল. রায় গ) দীনবন্ধু মিত্র ঘ) মীর মশাররফ হোসেন ৮। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? ক) য খ) ঞ গ) ভ ঘ) চ ৯। 'কলম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক) ফারসি খ) আরবি গ) ইংরেজি ঘ) হিন্দি ১০। 'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে? ক) শামসুর রাহমান খ) জসীমউদদীন গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) কাজী নজরুল ইসলাম ১১। বাংলা সাহিত্যে 'স্বভাব কবি' হিসেবে পরিচিত- ক) ঈশ্বরী পাটনী খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত গ) চণ্ডীদাস ঘ) গোবিন্দচন্দ্র দাস ১২। 'পথের দাবী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি- ক) উপন্যাস খ) নাটক গ) গল্প ঘ) প্রবন্ধ ১৩। 'ভাঁড়ুদত্ত' কোন কাব্যের চরিত্র? ক) চণ্ডীমঙ্গল খ) শ্রীকৃষ্ণকীর্তন গ) মনসামঙ্গল ঘ)অন্নদামঙ্গল ১৪। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? ক) সঞ্চিতা খ) কালান্তর গ) কাঁদো নদী কাঁদো ঘ) মহাপৃথিবী ১৫। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? ক) ঘরে-বাইরে খ) জননী গ) সংশপ্তক ঘ) দেয়াল ১৬। কোন বানানটি শুদ্ধ? ক) তিতীক্ষা খ) তীতীক্ষা গ) তিতিক্ষা ঘ) তীতিক্ষা ১৭। ক্রিয়াপদের মূল অংশকে বলে- ক) প্রত্যয় খ) কারক গ) ধাতু ঘ) বিভক্তি ১৮। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' কী ধরনের রচনা? ক) ছোটগল্প খ) পত্রোপন্যাস গ) উপন্যাস ঘ) কাব্যনাট্য ১৯। 'চিলেকোঠার সেপাই' উপন্যাসটি কার লেখা? ক) আখতারুজ্জামান ইলিয়াস খ) আবুল ফজল গ) শওকত ওসমান ঘ) জহির রায়হান ২০। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? ক) কথ্য ভাষা খ) চলিত ভাষা গ) সাধু ভাষা ঘ) আঞ্চলিক ভাষা ২১। 'পিত্রালয়' শব্দের সন্ধি-বিচ্ছেদ হচ্ছে- ক) পিতা+আলয় খ) পিতৃ+আলয় গ) পিত্রা+লয় ঘ) পিত্রি+আলয় ২২। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ক) জলযান খ) মনমাঝি গ) সিংহদ্বার ঘ) একাদশ ২৩। ‘বেলা অবেলা কালবেলা' এর লেখক কে? ক) সুকান্ত ভট্টাচার্য খ) সমরেশ মজুমদার গ) কাজী নজরুল ইসলাম ঘ) জীবনানন্দ দাশ ২৪। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য- ক) পদ্মাবতী খ) ইউসুফ জোলেখা গ) চন্দ্রাবতী ঘ) লায়লী-মজনু ২৫। 'নদী'র সমার্থক শব্দ কোনটি? ক) সরিৎ খ) অম্বু গ) বারিধি ঘ) উদক ২৬। Etiquette শব্দের সঠিক পরিভাষা কোনটি? ক) নিয়মানুবর্তিতা খ) শিষ্টাচার গ) সদাচারী ঘ) নিয়ম নীতি ২৭। 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা- ক) শওকত ওসমান খ) আহসান হাবীব গ) আবু জাফর শামসুদ্দীন ঘ) আবুল ফজল ২৮। 'বিনীত' এর বিপরীতার্থক শব্দ কী? ক) অবিনীত খ) অবিনত গ) দুর্বিনীত ঘ) অভদ্র ২৯। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? ক) মানুষের মানচিত্র খ) নির্বাসিত নায়ক গ) নারিন্দা লেন ঘ) সাতনরী হার ৩০। কোন বাক্যটি শুদ্ধ? ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন খ) তিনি তোমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন গ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষি দিলেন ঘ) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন 0% Restart quiz Exit