বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট - ০১ মোট প্রশ্নঃ ৩০টি সময়ঃ ১৫ মিনিট সময় শেষ। ১। বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ক) কাব্য খ) ছোটগল্প গ) নাটক ঘ) উপন্যাস ২। 'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা? ক) ফাল্গুনী মুখোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) অক্ষয়কুমার দত্ত ৩। 'উপসর্গ' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক) ধ্বনিতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) পদক্রম ৪। চর্যাপদের প্রথম পদের রচয়িতা- ক) লুইপা খ) শবরপা গ) কাহ্নপা ঘ) ভুসুকুপা ৫। 'কালপুরুষ' কোন লেখকের ছদ্মনাম? ক) জীবনানন্দ দাশ খ) সমরেশ বসু গ) আলী আহসান ঘ) রাজশেখর বসু ৬। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? ক) সাধুরীতি খ) চলিতরীতি গ) কথ্যরীতি ঘ) লেখ্যরীতি ৭। 'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক কে? ক) প্রমথ চৌধুরী খ) কাজী মোতাহার হোসেন গ) আহমেদ শরীফ ঘ) মোতাহের হোসেন চৌধুরী ৮। 'মনসামঙ্গল' কাব্যের আদি কবি কে? ক) কৃত্তিবাস খ) মানিক দত্ত গ) কানাহরি দত্ত ঘ) মালাধর বসু ৯। বাংলা ভাষার মূল উৎস কী? ক) বৈদিক ভাষা খ) অনার্য ভাষা গ) কানাড়ি ভাষা ঘ) হিন্দি ভাষা ১০। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? ক) বর্ণ খ) শব্দ গ) বাক্য ঘ) অক্ষর ১১। 'এ' এর বিকৃত উচ্চারণ কোনটি? ক) এ্যা খ) অ্যা গ) এ ঘ) এঁ ১২। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? ক) শ্রীকৃষ্ণকীর্তন খ) বৈষ্ণব পদাবলি গ) চর্যাপদ ঘ) নাথ সাহিত্য ১৩। মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ নয় কোনটি? ক) নেকড়ে অরণ্য খ) জলাঙ্গী গ) হাঙর নদী গ্রেনেড ঘ) নিজ বাসভূমে ১৪। 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ? ক) কাব্য খ) নাটক গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ১৫। কোনটি স্বরাগমের উদাহরণ? ক) পিরীতি খ) বসতি গ) বিলিতি ঘ) উড়নি ১৬। 'সুধীন্দ্র' এর সন্ধি-বিচ্ছেদ কী? ক) সুধি+ইন্দ্র খ) সুধী+ইন্দ্র গ) সুধ+ইন্দ্র ঘ) সুধী+ঈন্দ্র ১৭। 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা- ক) মানিক বন্দ্যোপাধ্যায় খ) সৈয়দ শামসুল হক গ) শহীদুল্লা কায়সার ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ ১৮। 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার কবিতা? ক) শওকত ওসমান খ) সিকান্দার আবু জাফর গ) শামসুর রাহমান ঘ) সুফিয়া কামাল ১৯। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- ক) অগ্নিবীণা খ) বিদ্রোহী গ) রুবাইয়াৎ-ই-হাফিজ ঘ) বিষের বাঁশি ২০। মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? ক) বীরাঙ্গনা কাব্য খ) কৃষ্ণকুমারী গ) মেঘনাদবধ কাব্য ঘ) শর্মিষ্ঠা ২১। 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ কার লেখা? ক) ফররুখ আহমদ খ) জীবনানন্দ দাশ গ) জসীমউদ্দীন ঘ) গোলাম মোস্তফা ২২। 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ? ক) সন্ধিজনিত খ) প্রত্যয়জনিত গ) উপসর্গজনিত ঘ) বিভক্তিজনিত ২৩। 'কুন্তল' শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) অংশু খ) কুবলয় গ) কেশ ঘ) কমল ২৪। 'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু- ক) ভাষা আন্দোলন খ) গণঅভ্যুত্থান গ) মুক্তিযুদ্ধ ঘ) আগরতলা মামলা ২৫। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বর্ণকুমারী দেবীর সম্পর্ক কী? ক) বোন খ) মেয়ে গ) চাচী ঘ) কোনটি নয় ২৬। নিচের কোন জন মধ্যযুগের কবি নন? ক) আলাওল খ) মাগন ঠাকুর গ) কায়কোবাদ ঘ) জ্ঞানদাস ২৭। 'পুতুল নাচের ইতিকথা' কার রচনা? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) সুনীল গঙ্গোপাধ্যায় ২৮। 'উগ্র' এর বিপরীতার্থক শব্দ কোনটি? ক) মেজাজ খ) সৌম্য গ) চপল ঘ) বিজ্ঞ ২৯। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন- ক) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর খ) বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ গ) বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল ঘ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ ৩০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী? ক) দিগদর্শন খ) সমাচার দর্পণ গ) সংবাদ প্রভাকর ঘ) তত্ত্ববোধিনী 0% Restart quiz Exit